জুরাছড়ি উপজেলায় আসতে হলে প্রথমে চট্টগ্রাম হতে রাঙ্গামাটির উদ্দেশ্য চট্টগ্রামের ''অক্সিজেন'' নামক জায়গা থেকে বাসে উঠে রাঙ্গামাটির রিজার্ভ "বাজার" আসতে হবে। এরপর রিজার্ভ বাজার থেকে জুরাছড়ি আসতে একমাত্র অবলম্বন হল লঞ্চ অথবা ছোট ট্রলার দিয়ে জুরাছড়ি আসতে হবে। তবে লঞ্চ দিনে শুধুমাত্র দু'বার চলাচল করে। প্রথমটা ৭.৩০ টা এবং দ্বিতীয়তা ১.৩০ টা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস